
ত্রুটিযুক্ত প্রেসার কুকার বিক্রি কারণে দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনকে মোটা অঙ্কের জরিমান করা হয়েছে। যা পরিমাণ বাংলাদেশি টাকায় ১ লাখ ১৯ হাজার ১৩৫ টাকা।
ত্রুটিপূর্ণ ২ হাজার ২৬৫টি প্রেসারকুকার বিক্রি করেছিল অ্যামাজন। যা থেকে আয় হয় ৭ লাখ ৩২ হাজার ৪৭৭ টাকা।
গ্যাজেট নাওয়ের প্রতিবেদনে বলা হয়, অ্যামাজন এ ধরনের আরও যেসব প্রেসার কুকার বিক্রি করেছিল, বিজ্ঞাপন দিয়ে সেগুলো ফেরত নিতে হবে। ফিরিয়ে দিতে হবে গ্রাহকের টাকাও।
প্রতিবেদনে বলা হয়, ত্রুটিপূর্ণ ২ হাজার ২৬৫টি প্রেসারকুকার বিক্রি করেছিল অ্যামাজন। যা থেকে আয় হয় ৭ লাখ ৩২ হাজার ৪৭৭ টাকা।
কেন্দ্রীয় গ্রাহক নিরাপত্তা রক্ষা কর্তৃপক্ষ জানায়, এক ব্যক্তি অ্যামাজন থেকে একটি প্রেসার কুকার কেনেন। ত্রুটি ধরা পড়ায় তিনি আদালতে যান। অভিযোগ প্রমাণিত হওয়ায় অ্যামাজনকে জরিমানা করা হয়।
আগামীতে প্রতিষ্ঠানটি যেন এই ধরনের ত্রুটিপূর্ণ জিনিস বিক্রি না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।