
সমাজে হিন্দু ধর্মালম্বী মানুষদের সঙ্গে মুসলমানের সঙ্গে চলাফেরা করেন। এতে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। কেউ কেউ ইসলাম ধর্মের সৌন্দর্য দেখে তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু অনেকে প্রশ্ন করে করেন, কোনো ব্যক্তি হিন্দু থেকে মুসলিম হলে তখন তার বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন কিনা?।
এ বিষয়ে মাওলানা মিজানুর রহমান আজহারি কোরআনের আলোকে বলেছেন, আমাদের নবী করিম (সা.) এর স্ত্রী আয়েশা (রা.) বোন আসমার মা ছিলেন মুশরিকা। তিনি একদিন রাসুল (সা.) এর কাছে এসে বললেন, আমিতো কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। তাহলে আমি মায়ের সঙ্গে ভালো আচরণ করব? নাকি কথা বলব না?
আসমার উত্তরে নবী করিম (সা.) বললেন, খবরদার। এরকম আচরন করবেন না। হোক মুশরিক, হোক কাফির তবুও তিনি তোমার জন্মদাতা মা। তোমার শরীরের চামড়া কেটে তোমার মায়ের জন্য পায়ের জুতা বানিয়ে দিলেও এক ফোটা দুধ পান করার ঋণ শোধ হবে না। অর্থ্যাৎ কোনো ব্যক্তি হিন্দু থেকে মুসলিম হলেও বাবা-মায়ের সঙ্গে যেন সম্পর্ক নষ্ট না করে, বরং সুসম্পর্ক বজায় রাখার প্রতি ইসলামের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়।