নিউ সাউথ ওয়েলস নির্বাচনে লড়ছেন রেকর্ড বাংলাদেশি প্রার্থী

নিউ সাউথ ওয়েলস নির্বাচনে লড়ছেন রেকর্ড বাংলাদেশি প্রার্থী

আগামী ২৫ মার্চ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল থেকে আগাম ভোট গ্রহণ শুরু হবে। দেশটির দুটি প্রভাবশালী রাজনৈতিক দল হলো অস্ট্রেলিয়ান লেবার পার্টি ও লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়া। লিবারেল পার্টি টানা তিন মেয়াদে সাউথ ওয়েলস রাজ্যে ক্ষমতায় রয়েছে। তবে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এবারের নির্বাচনে লিবারেল পার্টি অব অস্ট্রেলিয়া থেকে চারজন বাংলাদেশি মনোনয়ন পেয়েছেন। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অস্ট্রেলিয়ান লেবার পার্টির জনপ্রিয়তা বেশি হলেও এ দল থেকে কোনো বাংলাদেশি এবার মনোনয়ন পাননি।

মনোনয়ন পাওয়া চার বাংলাদেশি হলেন ড. খায়রুল চৌধুরী। ম্যাককোয়ারি ফিল্ডস আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ এন এম মাসুম, গ্র্যানভিল আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহাম্মদ রানা, রকডেল আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহাম্মদ হাসিন জামান, অবার্ন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com