অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

নিজত গাজী আজরাফ এজাজ।
নিজত গাজী আজরাফ এজাজ।ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্নে সড়ক দুর্ঘটনায় গাজী আজরাফ এজাজ নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের মাউন্ট ওয়েভারলি রোড ও স্টিফেনসন্স রোডের সংযোগস্থলে একটি ট্রাক তার সাইকেলকে চাপা দেয়।

পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জরুরি সেবা বিভাগের সদস্যরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক বন্ধুদের সূত্রমতে, সে সময় তিনি সাইকেল চালিয়ে বাসা থেকে জিমে যাচ্ছিলেন। বিশ্বের অন্যতম সেরা মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী এজাজ ছিলেন মা-বাবার একমাত্র সন্তান।

মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটির সালাউদ্দিন আহমদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ওই শিক্ষার্থীর বাবা যখন আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিলেন, তখন আমার বলার মতো কোনো কিছু ছিল না। একটা নম্র, ভদ্র, মেধাবী তাজা প্রাণ চলে গেল।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com