শফিকুল ইসলাম
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৮ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বর্ধিত সভা চলছে

বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : কালবেলা
বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : কালবেলা

দীর্ঘ প্রায় সাত বছর পর ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে বিএনপির কেন্দ্রীয় বর্ধিত সভা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৮ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।

কোরআন তিলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা। সভা পরিচালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

সভামঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরীর, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ভার্চুয়ালি যুক্ত আছেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, আলতাফ হোসেন চৌধুরী, নূরুল ইসলাম মনি, উপদেষ্টা পরিষদের সদস্য, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, নির্বাহী কমিটির সদস্য, জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, থানা-উপজেলার সভাপতি সম্পাদকসহ প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মী বর্ধিত সভায় উপস্থিত রয়েছেন। বর্ধিত সভায় উপস্থিত নেতাকর্মীদের স্বাক্ষর নেওয়া হয়।

উদ্বোধনী ও সমাপনী পর্বে নেতাদের উদ্দেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম বাংলাদেশ আমাদের শেষ বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এই প্রমাণ্যচিত্রে তৈরি করেছে ‘বর্ধিত সভা বাস্তবায়ন মিডিয়া উপকমিটি’।

এ ছাড়া বর্ধিত সভা উপলক্ষে আমরা বিএনপি পরিবার ‘আস্থা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। এরপর কর্ম অধিবেশন চলবে, যেখানে তৃণমূলের নেতারা বক্তব্য দেবেন। পরে সমাপনীতে তারেক রহমান নীতিনির্ধারণী বক্তব্য দেবেন।

সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর ‘লা মেরিডিয়ানে’ বর্ধিত কমিটির সভা হয় যেখানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। এর চারদিন পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি জেলে যান বিএনপি চেয়ারপারসন।

প্রসঙ্গত, বর্ধিত সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যরা, সকল মহানগর, জেলা, থানা-উপজেলা-পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনে সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরাও।

২০১৮ সালের একাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী এবং মনোনয়ন ইচ্ছুক যেসব প্রার্থী প্রাথমিকপত্র পেয়েছিলেন তারাও এই সভায় রয়েছেন। আমন্ত্রিত অতিথিদের জন্য সকালের নাস্তা, দুপুরে খাবার, বিকালে স্ন্যাকসের ব্যবস্থা রাখা হয়েছে। আর সকাল থেকে রাত পর্যন্ত চা-কফির ব্যবস্থা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসন্তে সঞ্চিতার ‘ভালোবাসি ভালোবাসি’

বান্দরবানে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ শুরু

R-PAC এর টেকসই উৎপাদনে ট্রাইটেকের উদ্ভাবনী HVAC প্রযুক্তির সফল সংযোজন 

রাশিয়ার হয়ে লড়তে আরও সহস্রাধিক সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া

পুলিশের ৫৩ কর্মকর্তার পদায়ন

টঙ্গীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যুবদল নেতার বিরুদ্ধে রেল কর্মকর্তাকে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগ

বৃষ্টিতে আটকা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টস

দুর্গাপুরে প্রতিনিধি কমিটি দিল জাতীয় নাগরিক কমিটি

কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

১০

ফের বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা

১১

পুলিশ বাহিনীতে নিয়োগ

১২

গণঅধিকার পরিষদের বর্ধিত সভা আগামীকাল

১৩

বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত : খালেদা জিয়া

১৪

‘আগে স্থানীয় নির্বাচন হলে সেটি হবে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া’

১৫

ঘুরতে গিয়ে বাড়ি ফেরা হলো না ২ বন্ধুর

১৬

ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা জনগণের : খালেদা জিয়া

১৭

বাকি দিয়ে পথে বসেছেন প্রতিবন্ধী জাকির

১৮

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে তিন ঘূর্ণিঝড়

১৯

প্রিন্স ফ্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা সিয়াম আহমেদ

২০
X