শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতাসীন কেউই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি : ফয়জুল করিম

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। ছবি : সংগৃহীত
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। ছবি : সংগৃহীত

গত ৫৩ বছর যারা দেশকে শাসন করেছে, তাদের কেউই জনগণকে চোর ও দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।

তিনি বলেন, বিএনপির শাসনামলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আবার আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এরা সবাই মুদ্রার এপিঠ-ওপিঠ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোলার লালমোহন উপজেলার ফরাজী বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কালমা ইউনিয়ন শাখার আয়োজনে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের আগে যে চাঁদাবাজি ও দুর্নীতি ছিল, ৫ আগস্টের পর সেই দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি। ঘুষ ও দুর্নীতির পরিবর্তন হয়িন, শুধু লোকের পরিবর্তন হয়েছে।

আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআন ও হাদিসের আইন বাস্তবায়নসহ দেশ থেকে চাঁদাবাজ ও ধর্ষকদের তাড়ানোর জন্য ইসলামকে ক্ষমতায় বসানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ বারবার চাঁদাবাজদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আবার তাদেরই আন্দোলন করে সরিয়েছে। আর কত দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাবেন আর কতবার সরানোর জন্য আন্দোলন করবেন?

মুফতি ফয়জুল করিম বলেন, ইসলামের বাইরে মুসলমানদের যাওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ ধর্ষণ ও মদের পক্ষে থাকে, তার ইমান থাকবে না। তাই মুসলমানদের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ-বাসদ করার সুযোগ নেই। কিন্তু যারা হিন্দু, বৈদ্য ও খ্রিষ্টান ইসলামি দল করবে শান্তির জন্য। তবে মনে রাখতে হবে, ইসলামের নামে ধোঁকাবাজি চলবে না। ইসলামের নামে যারা পোশাকের স্বাধীনতা, নামাজকে ধ্বংস এবং ইসলাম অনুযায়ী চলতে চায় না, এ রকম ধোঁকাবাজ ইসলাম দিয়ে ইসলাম হবে না।

তিনি বলেন, যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে থাকি, তাহলে আগামীর বাংলাদেশে এমন এক সূর্য উদিত হবে, যেখানে বৈষম্য, জুলুম, অত্যাচার ও অবিচার থাকবে না, এমনটা মনে করে সিনিয়র নায়েবে আমির বলেন, প্রত্যেক মানুষ তাদের অধিকার ফিরে পাবে। যেখানে সব শ্রেণির মানুষের অধিকার থাকবে। ইসলাম ছাড়া বারবার দল ও নেতা পরিবর্তন করবেন, কিন্তু দুর্নীতি পরিবর্তন করতে পারবেন না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কালমা ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ লোকমানের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলাউদ্দিন তালুকদার, চট্টগ্রাম মহানগরের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহা. মোসলেহ উদ্দিন, লালমোহন উপজেলার সভাপতি মাওলানা মুহা. রাশেদুল ইসলাম, সহসভাপতি মাওলানা মুহা. জামাল উদ্দিন, ইসলামী যুব আন্দোলন লালমোহন উপজেলা সভাপতি মাওলানা মুহা. মূসা কালিমুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন লালমোহন উপজেলা সেক্রেটারি মাওলানা মুহা. কবির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন লালমোহন উপজেলা সভাপতি মুহাম্মদ রাজিব হোসেন।

গণসমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন কালমা ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মাওলানা মুহা. মুসলিম শরীফ, সহসভাপতি মাওলানা মুহা. মোবাশ্বির, ইসলামী শ্রমিক আন্দোলন কালমা ইউনিয়নের সভাপতি মাওলানা মুহা. ছিদ্দিকুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন কালমা ইউনিয়নের সভাপতি মাওলানা মুহা. ফিরোজ আহমাদ ফাহিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার 

বিটিএস ‘আসক্তিতে’ ২ মাদ্রাসাছাত্রী নিখোঁজ

শেখ হাসিনার জনসভার দাবি করা ভিডিওর সত্যতা জানা গেল

‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে’

উত্তরখানে যৌথ অভিযানে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

‘আ.লীগ ফিরে আসবে’ মন্তব্য করা সেই ইউএনও হলেন এডিসি

ধানের বস্তার নিচে লুকানো ৪০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

খুবিতে ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

মিরপুরে রোড ক্রসিংয়ে রং দিয়েছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল

ক্ষমতাসীন কেউই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি : ফয়জুল করিম

১০

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ অপেক্ষমাণ : কায়াস মাহমুদ

১১

চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত গ্রেপ্তার

১২

চেয়ারম্যানের মৃত্যুর ছয় মাসেও গঠন হয়নি প্যানেল চেয়ারম্যান

১৩

রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে উপদেষ্টাদের : ভিপি নুর

১৪

ঢাকায় শুরু হলো ‘অ্যাম্বাসি ফুটবল ফেস্ট ২০২৪’

১৫

‘আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত’

১৬

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শনিবার

১৭

চেয়ারম্যান কারাগারে, ইট নিয়ে যাচ্ছেন বিএনপি নেতা

১৮

দূতাবাসে হামলার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

১৯

তাপমাত্রা নিয়ে খারাপ খবর দিল আবহাওয়া অফিস 

২০
X