রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৫:২৩ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ
সমাবেশে নজরুল ইসলাম খান

এবার আমরা সফল হবোই

সমাবেশে বৃষ্টিতে ভিজে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
সমাবেশে বৃষ্টিতে ভিজে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

প্রবল বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দিয়েছেন, এবার আমরা সফল হবোই। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে আয়োজিত বিএনপির মহাসমাবেশে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।

প্রবল বৃষ্টি উপেক্ষা করেই নয়াপল্টনে চলছে বিএনপির মহাসমাবেশ। বৃষ্টিতে কাকভেজা হয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে বসে আছেন। কেন্দ্রীয় নেতাদের বক্তৃতা শুনতে তারা অপেক্ষা করছেন। নেতারা মঞ্চে থাকলেও তারা বৃষ্টি থেকে রেহাই পাননি। ভিজে হয়েছেন একাকার।

আরও পড়ুন : দাবি আদায়ে ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি আসছে

এ সময় বৃষ্টিতে ভিজে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই প্রবল বৃষ্টির মধ্যে নেতাকর্মীরা আজ মহাসমাবেশে যোগ দিয়েছেন। আমরা এবার সফল হবোই।

এর আগে, দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলোওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন : এই সরকারকে বিদায় নিতেই হবে : কর্নেল অলি

আজ ভোর থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসেন নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা আসেন। যদিও তাদের অভিযোগ রয়েছে, ঢাকার প্রবেশমুখে বাধার সম্মুখীন হতে হয়েছে তাদের। সেই বাধা উপেক্ষা করেই হেঁটে হেঁটে নয়াপল্টনে জড়ো হন তারা।

এদিকে, একই সময়ে শুরু হয়েছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে দলটি। সেখানেও জড়ো হয়েছেন লাখো নেতাকর্মী। রাজনৈতিক এই দুই দলের সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোর থেকেই মোড়ে মোড়ে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। ঢাকার প্রবেশমুখে বসানো হয়েছিল চেকপোস্ট। এ ছাড়াও নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স।

আরও পড়ুন : শান্তি সমাবেশে ছাত্রলীগের উপস্থিতিকে ‘ট্রেইলার’ বললেন সাদ্দাম

উল্লেখ্য, এর আগে রাজধানীতে ২৩ শর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন অপরাধে রাবির ১৮ শিক্ষার্থী বহিষ্কার

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের আহ্বান

কিশোর বয়সে প্রেম ও বিয়ে, অতঃপর যা ঘটল

বিজিএমইএ প্রশাসকের সাথে নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইএমএফ ঋণের চতুর্থ কিস্তি ১০ ফেব্রুয়ারির মধ্যে পাওয়া যাবে 

‘ট্রাফিক পুলিশের প্রধান দায়িত্ব হলো নাগরিকদের গন্তব্যে পৌঁছানো’ 

তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই সারাদেশে কৃষক সমাবেশ : টিএস আইয়ূব

শহীদ সুজনের মেয়েকে নিয়ে দুর্ভাবনায় দিন কাটছে রেখা বেগমের

বিএনপির দুপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০

আমরা জনবান্ধব পুলিশ হতে চাই : ডিবি প্রধান

১০

হেলিকপ্টারে চড়িয়ে মায়ের ইচ্ছে পূরণ করলেন আয়নাল

১১

চাঁদা না পেয়ে প্রবাসীর ঘরে তালা দিলেন ইউপি সদস্য

১২

দেশে দখলবাজের পরিবর্তন হয়েছে, দখলদারত্ব বন্ধ হয়নি : হাসনাত

১৩

পয়েন্ট পেল ফকিরেরপুল, ওয়ান্ডারার্স

১৪

১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

এমএ আজিজ স্টেডিয়াম পেল বাফুফে

১৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৭

কাবাডির পাশে থাকার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

১৮

ভারতের মাতব্বরি নয়, বিএনপি বন্ধুসুলভ আচরণ চায় : গয়েশ্বর

১৯

ইসরায়েলি হামলায় একই পরিবারের ৭ শিশু নিহত

২০
X