প্রবল বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দিয়েছেন, এবার আমরা সফল হবোই। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে আয়োজিত বিএনপির মহাসমাবেশে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।
প্রবল বৃষ্টি উপেক্ষা করেই নয়াপল্টনে চলছে বিএনপির মহাসমাবেশ। বৃষ্টিতে কাকভেজা হয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে বসে আছেন। কেন্দ্রীয় নেতাদের বক্তৃতা শুনতে তারা অপেক্ষা করছেন। নেতারা মঞ্চে থাকলেও তারা বৃষ্টি থেকে রেহাই পাননি। ভিজে হয়েছেন একাকার।
আরও পড়ুন : দাবি আদায়ে ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি আসছে
এ সময় বৃষ্টিতে ভিজে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই প্রবল বৃষ্টির মধ্যে নেতাকর্মীরা আজ মহাসমাবেশে যোগ দিয়েছেন। আমরা এবার সফল হবোই।
এর আগে, দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলোওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন : এই সরকারকে বিদায় নিতেই হবে : কর্নেল অলি
আজ ভোর থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসেন নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা আসেন। যদিও তাদের অভিযোগ রয়েছে, ঢাকার প্রবেশমুখে বাধার সম্মুখীন হতে হয়েছে তাদের। সেই বাধা উপেক্ষা করেই হেঁটে হেঁটে নয়াপল্টনে জড়ো হন তারা।
এদিকে, একই সময়ে শুরু হয়েছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে দলটি। সেখানেও জড়ো হয়েছেন লাখো নেতাকর্মী। রাজনৈতিক এই দুই দলের সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোর থেকেই মোড়ে মোড়ে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। ঢাকার প্রবেশমুখে বসানো হয়েছিল চেকপোস্ট। এ ছাড়াও নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স।
আরও পড়ুন : শান্তি সমাবেশে ছাত্রলীগের উপস্থিতিকে ‘ট্রেইলার’ বললেন সাদ্দাম
উল্লেখ্য, এর আগে রাজধানীতে ২৩ শর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মন্তব্য করুন