বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন, ২৫ মার্চ ভয়াল রাতে নিরীহ বাঙালির উপর পাকিস্তানি বাহিনীর অতর্কিত আক্রমণ ও গণহত্যার ভয়াবহতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সংস্কৃতির সব ধরনের মাধ্যমে সেই ইতিহাস তুলে ধরতে হবে।
শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২৫ মার্চ উপলক্ষে আয়োজিত আর্টক্যাম্পে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর গণহত্যা সংঘটিত হওয়ার স্থানগুলোর মধ্যে ৫টি স্থানে এ দিন একযোগে এই আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়।
শিল্পকলা একাডেমি সূত্রে জানাযায়, ২৫ মার্চ গণহত্যা দিবস ও আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির লক্ষ্যে বাংলাদেশ নানাভাবে দাবি উপস্থাপন করছে। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর গণহত্যা সংঘটিত হওয়ার স্থানগুলোর মধ্যে ৫টি স্থানে এই আর্টক্যাম্পের আয়োজন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও রাজারবাগ পুলিশ লাইনে বরেণ্য, বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের নিয়ে আর্টক্যাম্প ২০২৪ মুক্তিযুদ্ধ ও গণহত্যার উপর ছবি আঁকেন দেশের বরেণ্য ও বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল চারুশিল্পীরা। এতে অংশ নেন শিল্পী হাশেম খান, শিল্পী বীরেন সোম, শিল্পী মলয় বালা, শিল্পী নিসার হোসেন, শিল্পী রোকেয়া সুলতানা, শিল্পী সামিনা নাফিজ, শিল্পী আব্দুল মান্নান, শিল্পী ফরিদা জামান, শিল্পী কামাল পাশা চৌধুরী, শিল্পী মোহাম্মদ ইউনুসসহ ৫০ জন চারুশিল্পী।
জানা যায়, এসব ছবি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংরক্ষণ সাপেক্ষে প্রদর্শনীর আয়োজন করা হবে। ছাড়াও আয়োজন করেছে সেমিনার, সংলাপ, চারুকলা, গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা রয়েছে।
একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এই আর্টক্যাম্পে সমন্বয়কারী হিসেবে ছিলেন চারুকলা বিভাগের সৈয়দা মাহবুবা করিম, রেজাউল হাশেম, মোস্তাক আহমেদ, মাহবুবুর রহমান সুজন এবং তৈমুর হান্নান।
মন্তব্য করুন