কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

নির্দোষ ব্যক্তিদের নামে হওয়া মামলা আইন মেনে প্রত্যাহারের নির্দেশ

পুলিশ সদর দপ্তরে নবনিযুক্ত আইজিপি বাহারুল আলমের বৈঠক। ছবি : কালবেলা
পুলিশ সদর দপ্তরে নবনিযুক্ত আইজিপি বাহারুল আলমের বৈঠক। ছবি : কালবেলা

৫ আগস্ট পরবর্তী সময়ে নিরীহ ও নির্দোষ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। পাশাপাশি ওই সময়ে করা মামলাগুলোর যথাযথভাবে তদন্ত করারও নির্দেশনা এসেছে।

শনিবার (২৩ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে এক বৈঠক থেকে নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।

বাহারুল আলম গত বৃহস্পতিবার আইজিপির দায়িত্ব নেন। নানা আনুষ্ঠানিকতা সেরে আজ তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দেশের বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও ৬৪ জেলার পুলিশ সুপারের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন। এতে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। ওই সভা থেকে মাঠ পুলিশের কর্মকর্তাদের নানা গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তিনি।

পুলিশ প্রধান বলেন, ‘কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

কোনো পুলিশ সদস্যকে অযথা ভিকটিমাইজ করা হবে না জানিয়ে আইজিপি পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারদের ফোর্সের সঙ্গে নিয়মিত মতবিনিময় করার জন্য নির্দেশ দেন। পাশাপাশি জনগণের সঙ্গে জনসংযোগ বাড়ানোর জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশনা আসে পুলিশ প্রধানের কাছ থেকে।

তিনি বলেন, পুলিশকে জনগণের কাছে যেতে হবে। সাধারণ মানুষের সমস্যা বা অভিযোগ শুনতে হবে এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

আইজিপি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনেক। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হলে তা মোকাবিলায় পুলিশকে ধৈর্যের সঙ্গে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

সভায় উপস্থিতি পুলিশ কর্মকর্তাদের সূত্র জানায়, মতবিনিময় সভায় ৫ আগস্টের ঘটনায় পুলিশের অস্ত্র লুণ্ঠনের বিষয়টিও উঠে আসে। আইজিপি পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার কার্যক্রম আরও জোরদার করার জন্য নির্দেশনা দেন।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমের সঞ্চালনায় সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। পুলিশ সদর দপ্তর প্রান্তে অতিরিক্ত আইজি মো. গোলাম কিবরিয়া, অতিরিক্ত আইজি মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, ডিআইজি মো. কামরুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ-৫ আসনে তৃণমূলের আস্থা হুদাতে

১ হাজারে দৈনিক সুদ ১০০ টাকা!

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা

‘ড্রেসিংয়ে গেলে বলতেন আন্দোলনে গেছিলা ক্যান’

৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : যুবদল সম্পাদক

শহীদ শাকিলের কবরে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা নিবেদন

দুই দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি, ভরি কত?

সাগরে লুঘচাপের মধ্যেই বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ   

আ.লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রাশেদ প্রধান

সাতছড়ি উদ্যান দখল করে প্রভাবশালীদের লেবু চাষ

১০

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ

১১

এবার মারা গেলেন পরীমণির প্রথম সিনেমার পরিচালক

১২

বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না : আমিনুল হক 

১৩

‘আ.লীগ ভিন্ন রাষ্ট্রের আদেশ বাস্তবায়নে ক্ষমতা দখলে রেখেছিল’

১৪

ঢাবির ইসলামের ইতিহাস বিভাগে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ

১৫

কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে : নাছির উদ্দীন 

১৬

তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ গ্রেপ্তার

১৭

শিল্পকলায় প্রদর্শিত হলো সার্কাস

১৮

৮ দফা অবিলম্বে বাস্তবায়ন দাবি ঐক্য পরিষদের

১৯

পুলিশ পরিচয়ে দখলবাণিজ্য এসপি শামীমা ইয়াসমিনের

২০
X