সারাদেশে টানা বৃষ্টির পরও কমছে না গরম। দেশেজুড়ে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। এ পরিস্থিতি আরও দুদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ২২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে। আগামী এক সপ্তাহ দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। তবুও সারা দেশে রোববার (২৯ সেপ্টেম্বর) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামীকাল সোমবারও (৩০ সেপ্টেম্বর) সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মন্তব্য করুন