এক ছাদের নিচে দেশের পর্বতারোহীরা

বিডি মাউন্টেনিয়ারস সামিট অনুষ্ঠানে পর্বতারোহীরা।
বিডি মাউন্টেনিয়ারস সামিট অনুষ্ঠানে পর্বতারোহীরা।ছবি : সংগৃহীত

করোনা মহামারির দুই বছর সবকিছু স্থবির থাকার পর ২০২২ সালটা এ দেশের পর্বতারোহণে নিয়ে এসেছে স্বস্তি। জলবায়ু পরিবর্তনের দমকা হাওয়া লেগেছে আমাদের বাড়ির কাছের হিমালয়েও। হিমালয়ের পরিবর্তিত আবহাওয়ার মধ্যেও অসংখ্য অভিযান হয়েছে বছরজুড়ে।

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক অভিযান হয়েছে ২০২২ সালে। বেশিরভাগ অভিযান সফলতার মুখও দেখেছে। এ বছরের নানা অভিযানে নারী পর্বতারোহীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। তরুণ পর্বতারোহীদের হাত ধরে দারুণ সব অর্জন যুক্ত হয়েছে দেশের পর্বতারোহণের ইতিহাসে। কেটু কিংবা আমা দাবলাম-এর মতো দুর্গম কিছু শৃঙ্গেও পা পড়েছে দেশের পর্বতারোহীদের।

হাতে-কলমে পর্বতারোহণ শেখার উপযোগী মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণেও অংশ নিয়েছেন অনেক তরুণ। কিছু অভিযানে পর্বতারোহীরা মুখোমুখি হয়েছেন প্রকৃতির বিরূপতার। পাহাড় কী বলতে চাইছে, সেটা শোনার মতো কান তৈরি হওয়ায় অভিযান অসমাপ্ত রেখে সুস্থভাবে ফিরতেও পেরেছেন; এ ব্যাপারটাও কম গুরুত্বপূর্ণ নয়।

বিভিন্ন ক্লাবের ব্যানারে অভিযান ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে অভিযানের সংখ্যাও কম নয়। ছড়িয়ে-ছিটিয়ে হওয়া এসব অভিযান এবং অভিযাত্রীদের এক ছাদের নিচে নিয়ে আসা হয়েছে ‘বিডি মাউন্টেনিয়ারস সামিট’ নামক এ অনুষ্ঠানে। পর্বতারোহীরা ২০২২ সালে সংগঠিত নানান অভিযানের গল্প শুনিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটরিয়ামে। দেশের পর্বতারোহণের চেনা মুখগুলোর সঙ্গে নতুন পর্বতারোহীরাও মঞ্চে উঠে তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিয়েছেন পর্বতপ্রেমীদের সঙ্গে।

অনুষ্ঠানে দেশের পর্বতারোহণের ইতিহাস এবং সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলেন এভারেস্ট আরোহণকারী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার।

শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা অবধি বছরজুড়ে হওয়া বেশিরভাগ অভিযান আর পর্বতারোহীদের গল্প শোনার আয়োজনের শেষে ছিল দর্শক এবং পর্বতারোহীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব। ২০২২ সালের অভিযান এবং অভিযাত্রীদের এক ছাদের নিচে নিয়ে আসার আয়োজনটি যৌথভাবে করেছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব, অভিযাত্রী, রোপফোর, দ্য কোয়েস্ট, ভার্টিক্যাল ড্রিমার্স, অদ্রি এবং ক্লাইম্ব ফর আর্থ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com