
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
আর্থিক সফলতা পাবেন। কাজে-কর্মে উৎসাহ ও উদ্দীপনা বাড়বে। অস্থিরতা অধৈর্যহীনতাকে নিয়ন্ত্রণ করতে হবে।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
মানসিকভাবে চাঙ্গা থাকবেন। আর্থিক যোগাযোগ শুভ। নতুন কোনো চিন্তাধারাকে সহজভাবে গ্রহণ করুন। শৈল্পিক কাজে সফলতা পাবেন।
মিথুন | ২১ মে-২০ জুন
রাগ নিয়ন্ত্রণে রাখুন। পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। কারও প্রশংসায় প্রভাবিত হবেন না। আর্থিক যোগাযোগ শুভ।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
পারিবারিক দুশ্চিন্তা বাড়বে। উচ্চশিক্ষা সফলতা আসবে। লক্ষ্য অর্জনে অবিচল থাকলে সফলতা আসবে।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
অলসতাকে প্রশ্রয় দেবেন না। আবেগপ্রবণতা বাড়বে। প্রিয়জনের কাছ থেকে গভীর আন্তরিক ভালোবাসা পাবেন। আয়-ব্যয়ের সমন্বয় করে চলুন।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়তা প্রয়োজন। আকর্ষণীয় ব্যক্তিত্ব বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করবে। পেশাগত সফলতা পাবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
সৃজনশীল ও বিনোদন পেশায় যুক্তদের বেশ ভালো সময়। শারীরিক সুস্থতার জন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলুন।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
রাগ, জেদ, নিয়ন্ত্রণ প্রয়োজন। ইতিবাচক মানসিকতা নিয়ে চলুন। নিজস্ব ব্যবসায়িক উদ্যোগে সফল হবেন।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
সব ধরনের পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। অপ্রিয় সত্য কথা বলা থেকে বিরত থাকুন। বুদ্ধিভিত্তিক কাজ সফলতা পাবেন।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। জীবনে বৈচিত্র্যতা আনুন। বিনিয়োগের জন্য ভালো সময়। শারীরে যত্ন নিন।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
মানসিক প্রশান্তি বাড়বে। পেশাগত জীবনের নতুন মাত্রা যোগ হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
ব্যক্তিগত ইমেজ বাড়বে। প্রেমে দূরত্ব বাড়বে। আবেগপ্রসূত সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। অর্থোপার্জনের ভালো সুযোগ তৈরি হবে।
লিখেছেন: জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী
astrologysyl@gmail.com