
রাশি চক্রের দ্বাদশ রাশি হলো মীন। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ২১ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চে জন্ম নেওয়া জাতক-জাতিকাদের বলা হয় মীন রাশি। এ বছর এই রাশির মানুষদের কিছু বাধা বিপত্তি আসতে পারে। তবে বুদ্ধিমত্তা দিয়ে মোকাবিলা করতে পারলে সব বাধা কেটে যাবে। এছাড়া লক্ষ্য স্থির থাকলে এবং কঠোর পরিশ্রম করলে সফলতা আসবে।
এ বছরের রাশিফলে বলা হয়েছে, চাকরিজীবীদের ধৈর্য্যসহ কাজ করতে হবে। ব্যবসায়ীদের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়া করা ঠিক হবে না। এছাড়া নতুন কোনো জায়গায় বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই কাছের মানুষদের পরামর্শ নিতে হবে। বিবাহিত জীবনেও কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে গভীর দূরত্ব সৃষ্টি হতে পারে। এ ক্ষেত্রে দুজনেরই একে অপরকে সম্মান করা এবং বুঝা উচিৎ। এতে সম্পর্ক মজবুত হবে।
অন্যদিকে, আপনি যদি প্রেম করে বিয়ে করার চিন্তা করেন তবে এই সময়টা আপনার জন্য শুভ। এছাড়া শিক্ষার্থীদের জন্য এই বছর শুভ। যেকোনো পরীক্ষায় কিংবা প্রতিযোগীতায় অংশগ্রহণ করলে আশানুরুপ ফলাফল আসতে পারে।
মীন রাশির জাতক-জাতিকাদের এই বছর তেমন কোনো বড় অসুখ আসার সম্ভাবণা নেই। তবে স্বাস্থ্য বিষয়ে তাদের সচেতন থাকতে হবে।