বৃষ্টি শেখ খাদিজা
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জমকালো শাড়িতে

জমকালো শাড়িতে

শীত মানেই বিয়ের মৌসুম শুরু। সংগীত, হলুদ, মেহেদি ও বউভাতসহ বেশ কয়েকটি অনুষ্ঠান থাকে বিয়েতে। প্রতিটি অনুষ্ঠানের জন্য ভিন্ন পোশাক বেছে নেন নারীরা। তবে দেশীয় পোশাক হিসেবে শাড়ির আবেদন সবসময়ই ছিল, আছে, রয়ে যাবে। তাই যে কোনো উৎসবে বাঙালি নারীদের সাজে এখনো অপ্রতিদ্বন্দ্বী শাড়ি। তা ছাড়া শাড়িতেই তো নারী।

বিয়ের অনুষ্ঠানে কখন কী শাড়ি পরবেন এ নিয়ে অনেকের থাকে দুশ্চিন্তা। কোথা থেকেই বা কিনবেন সেটি নিয়েও ভাবনায় থাকেন অনেকে। আবার অনেকে তো বেশি দাম দিয়ে নিম্নমানের শাড়ি কিনে পস্তাতে থাকেন।

বিয়েতে চাকচিক্য বিষয়গুলো বেশি প্রাধান্য পায়। তাই সেই অনুষ্ঠানে যদি সাদামাটা শাড়ি পরেন তাহলে তা বড্ড বেমানান দেখাবে। তাই বিশেষ এ দিনটিতে যাওয়ার জন্য বেছে নিতে পারেন জমকালো শাড়ি। আজকাল মসলিন ও সিল্কের শাড়িগুলো জনপ্রিয় হয়ে উঠছে। ক্যাজুয়াল লুক থেকে শুরু করে জাঁকজমক বেশেও মসলিন ও সিল্ক শাড়ি দারুণ মানিয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে পরার জন্যও বেশ উপযোগী। কিন্তু একের ভেতর যদি দুই পাওয়া তাহলে কেমন হয় বলুন তো?

ক্রেতারা যেন তাদের দুটি পছন্দ এক সঙ্গে পান সে বিষয়টি মাথায় রেখে নতুন কালেকশন এনেছে ফ্যাশন ব্র্যান্ড কে-ক্র্যাফট। অর্থাৎ একটি শাড়ির মধ্যে আপনি পেয়ে যাবেন মসলিন ও সিল্কের কম্বিনেশন।

মসলিন ও সিল্ক কম্বিনেশন শাড়িগুলো বিয়ের অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। প্রতিটি শাড়িতেই রয়েছে নানা রঙের সুতা, গোটা পাতি, জরি সুতা, এমব্রয়ডারি, ব্লক ও আফসানের কাজ। তা ছাড়া শাড়ির আঁচলে ব্যবহার করা হয়েছে রেশমি সুতার টারসেল।

অনেক সময় কাপড়ে ব্যবহৃত আফসান কিছু সময় পর কালচে রঙের হয়ে যায়। ফলে পোশাকের সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। হোক সেটি শাড়ি, সালোয়ার কামিজ বা কুর্তি। তবে কে-ক্র্যাফট তাদের মসলিন-সিল্ক কম্বিনেশনের শাড়িগুলো আফসান দিয়ে যে নকশা করেছে, তা কালচে হবে না নিশ্চয়তা দিচ্ছেন। কিছু কিছু শাড়িতে কাটওয়াকের কাজও করা আছে।

তবে কে-ক্র্যাফটে মসলিন ও সিল্ক কম্বিনেশন শাড়িই যে রয়েছে তেমনটি কিন্তু নয়। অনেকে আছেন যাদের ট্রান্সপারেন্ট হওয়ার কারণে মসলিন পছন্দ না। আবার অনেকে আছেন গায়ের সঙ্গে লেগে থাকায় সিল্ক পছন্দ করেন না। তাদের কথাও মাথায় রেখেছে কে-ক্র্যাফট। চাইলে সম্পূর্ণ মসলিনের বা সম্পূর্ণ সিল্কের শাড়িও কে-ক্রাফটে পেয়ে যাবেন ক্রেতারা।

এবার একটু জেনে নিই মসলিন ও সিল্ক সম্পর্কে। সিল্ক প্রকৃতি প্রদত্ত একমাত্র সুতা (খুব সূক্ষ্মভাবে বলতে গেলে ফাইবার বা আঁশ) যা অবিচ্ছিন্ন। সাধারণত তুলা বা কটন, হেম্প, লিনেন বা উল, যে ফাইবারের কথাই বলি না কেন, সবকিছুর একটি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, যা তুলনায় অধিক ছোট। পাট থেকে প্রাপ্ত ফাইবারও কিছুটা দীর্ঘ হয়ে থাকে, কিন্তু সেটাও সিল্কের তুলনায় কিছুই নয়। ঔজ্জ্বল্যের দিক থেকেও সিল্কের খ্যাতি আছে অত্যধিক। ফলে প্রকৃতি প্রদত্ত ফাইবারগুলোর মধ্যে সিল্ক আজ অবধি অন্যতম হয়ে আছে।

মসলিন শব্দটির সঙ্গে আমাদের পরিচিতি বা এক প্রকার নাড়ির টান আছে। মসলিনের প্রাচীন নাম মলমল। বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে মসলিন মানে একগুচ্ছ ইতিহাস। এই স্বচ্ছ কাপড়টির যেমন রয়েছে গৌরবোজ্জ্বল স্বর্ণযুগ, তেমনি রয়েছে কালের গর্ভে হারিয়ে যাওয়ার এক করুণ ইতিহাস। মসলিনের পথচলা শুরু হয়েছিল ৪০০ বছর আগে।

মসলিন তৈরি করা হতো ফুটি কার্পাস নামক গাছের তুলা থেকে। একসময় মসলিন হতো প্রায় ২৮ রকম। প্রাচীন মসলিন শাড়িতে ৭০০ থেকে ৮০০ কাউন্টের সুতায় বোনা সেই কাপড় হতো স্বচ্ছ, পাতলা ও নরম। বর্তমানে বোনা মসলিন একেবারেই আলাদা। এ কাপড় দেখতে কিছুটা প্রাচীন মসলিনের মতো। তবে এ সময়ের তৈরি মসলিন কাপড়ও খুব সংবেদনশীল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে নগদ টাকা-মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

আমার এলাকায় দ্বৈত শাসন চলবে না : সাবেক ভূমিমন্ত্রী

লবণাক্ত পতিত জমিতে রসুন চাষে কৃষকের মুখে হাসি

মোংলায় বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

সমাজসেবা অধিদপ্তরে ৩৪৮ জনের বিশাল নিয়োগ 

দেশকে রাহু মুক্ত করতেই বিএনপির আন্দোলন : গয়েশ্বর

মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর : পররাষ্ট্রমন্ত্রী 

ফেনীতে পৃথক স্থানে সড়কে ঝড়ল ২ প্রাণ

রাতেই ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

প্রতিবন্ধী ব্যক্তিকে কোলে নিয়ে কাবা দেখালেন নিরাপত্তাকর্মী

১০

রেকর্ড গড়তে ১৩ সেকেন্ডে এক লিটার লেবুর শরবত পান

১১

অনিয়মের অভিযোগে বন্ধ ৮২ লাখ টাকার সড়ক

১২

এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা আনছে জলদস্যুরা!

১৩

পরিসংখ্যান ব্যুরোতে ৭১৪ জনের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে না বয়সের ছাড় 

১৪

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

১৫

বিডিজেএ'র সভাপতি মাসুম, সম্পাদক মাহবুব সৈকত

১৬

অন্তর্বাস না পরায় নারীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি

১৭

ত্বক ঝকঝকে রাখবে তরমুজ

১৮

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে নেই কার্যত তদারকি

১৯

আঘাতের চিহ্ন পিঠে নিয়ে ভেসে এলো মৃত জোড়া কচ্ছপ

২০
*/ ?>
X