
‘পোশাক এবং প্রকৃতি একই সুঁতোয় গাঁথা’ থিম নিয়ে আগামী ১৬ এবং ১৭ মার্চ আয়েজিত হচ্ছে ‘বাংলাদেশ ফ্যাশন উইক-২০২৩’। এ উপলক্ষে ফ্যাশন ডিজাইনার কাউন্সিল অব বাংলাদেশ ১২ মার্চ রাজধানীর গুলশান ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। দেশীয় ফ্যাশনের এ আসর সাস্টেইনেবল এবং স্লো ফ্যাশনের মূলমন্ত্র উপজীব্য করে আয়োজিত হচ্ছে।
এফডিসিবি’র সাধারণ সম্পাদক শৈবাল সাহা বলেন, ‘বাংলার বহু বছরের সমৃদ্ধ লোক সংস্কৃতি এবং টেকসই নকশাকে কাপড়ের ক্যানভাসে ফুটিয়ে তোলার লক্ষ্যেই এবারের ফ্যাশন উইক। এ অনুষ্ঠানে প্রদর্শীত হবে দেশীয় ডিজাইনারদের সুই-সুঁতোর কারিগরি দক্ষতা সঙ্গে ভারতীয় ফ্যাশন ডিজাইনারদের দক্ষ কৌশল।’
বাংলাদেশের লোকজ ঐতিহ্য পুনর্জীবিত করতে টেকসই ফ্যাশন এবং দেশীয় শিল্পের চর্চার প্রসার, আর নতুন ডিজাইনারদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে স্বনামধন্য ডিজাইনার মাহিন খানের নেতৃত্বে গড়ে ওঠে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ।
আয়োজন নিয়ে এফডিসিবি’র সভাপতি মাহিন খান বলেন, ‘আন্তর্জাতিক পরিসরে দেশীয় ফ্যাশন সংযুক্ত করতে প্রতিবছরই বিভিন্ন ফ্যাশন শো, ফ্যাশন উইক, স্ট্রিট ফ্যাশন, ফ্যাশন ফেয়ার, এক্সিবিশনসহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে এফডিসিবি। তারই ধারাবাহিকতায় এবারের ফ্যাশন উইক-২০২৩-এর আয়োজন।’
এফডিসিবির আয়োজিত ফ্যাশন উইকে অংশ নিচ্ছেন দেশের ১৮ ডিজাইনার এবং ভারতীয় ৬ ডিজাইনার। এরা হচ্ছেন বাংলাদেশের মাহিন খান, শৈবাল সাহা, চন্দন দেওয়ান, কুহূ প্লামন্দন, ফারাহ আঞ্জুম বারী, লিপি খন্দকার, শাহরুখ আমিন, নওশীন খায়ের, তেনজিং চাকমা, রিফাত রহমান, আফসানা ফেরদৌসি, তাসফিয়া আহমেদ, এসরার, তানহা শেখ, সাদিয়া রুপা, ইমাম হাসান, কামরুল হাসান রিয়াদ ও মাধুরী সঞ্চিতা। আর ভারতের প্রতিনিধিত্ব করছেন সৌমিত্র মণ্ডল, রিমি নায়াক, পারমিতা ব্যানার্জী, গুঞ্জন জৈন, ইবালারিহুন পিওরয় মাল্লাই ও লালথলেনমাওইয়া চেংকুওয়াল।
জমকালো এই ফ্যাশন উইকের পাওয়ার পার্টনার হলো অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, কার পার্টনার হিসেবে রয়েছে হুন্দাই মটরস লিমিটেড, ব্যাংকিং পার্টনার হলো কমিউনিটি ব্যাংক। দুদিনের এই ফ্যাশন উইকে সহযোগী হিসেবে রয়েছে বাই হেয়ার নাউ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্ট্রেক্স, মায়া, উজ্জ্বলা কেয়ার, ন্যাচুরা কেয়ার লিমিটেড। এ ছাড়াও আয়োজকের সহযোগী হিসেবে রয়েছে দ্য ওয়েঢাকা হোটেল এবং আইস টুডে ম্যাগাজিন।