
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের আদাবর রিং রোডে ফ্যাশন হাউস ক্রে ক্র্যাফটের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করা হয়েছে। ১১ মার্চ সন্ধ্যা ৭টায় তাদের এ আউটলেটে এবারের ঈদ কালেকশন নিয়ে আয়োজন করা হয় ফ্যাশন শো।
ফ্যাশন শো’র প্রথম কিউ সাজানো হয় মেরুন রঙের থিমে। এরপর কালো, পেস্ট, লালসহ আরও ভিন্ন ভিন্ন রঙের কনসেপ্টে সাজানো হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজসহ সব ধরনের পোশাক। কে ক্র্যাফট ডিজাইন স্টুডিও আয়োজিত ঈদ পোশাকের ফ্যাশন শোর পোশাকগুলো ছিল প্রশংসনীয়। কে ক্র্যাফটের সাব ব্র্যাড ইয়াং কে কালেকশন নিয়ে সাজানো হয় শেষ কিউ।
সানজিদা হক আরেফিন লুনার কোরিওগ্রাফিতে দেশসেরা মডেলদের অংশগ্রহণে ফ্যাশন শোতে পোশাকের ১১টি কিউতে প্রদর্শিত হয় ৫০টি নতুন ডিজাইনের পোশাক। সুরের আবহ তৈরি করেছেন ডিজে মিশু।
এ নতুন এক্সপেরিয়েন্স সেন্টারে বছরজুড়ে নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা জানালেন কে ক্র্যাফটের অন্যতম উদ্যোক্তা খালিদ মাহমুদ খান।
আয়োজনে খালিদ মাহমুদ খান জীবনযাপন সুন্দর করা, শিশুর মনোবিকাশ, নতুন সৃজনশীল প্রতিভা সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান। যার নিয়মিত আয়োজন হবে এই এক্সপেরিয়েন্স সেন্টারে।