
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সশিক্ষিত শিল্পী প্রীতি বিজয়। তিনি মসলা দিয়ে এঁকেছেন দৈত্যাকার একটি প্রজাপতি। এ প্রজাপতি আঁকা হয়েছে প্রায় ৯০৮.৩৯ বর্গফুট এলাকাজুড়ে। আর তাতেই হয়ে গেছে বিশ্বরেকর্ড, মিলেছে মসলা দিয়ে আঁকা বিশ্বের সর্ববৃহৎ চিত্রকর্মের স্বীকৃতি।
প্রজাপতি আঁকতে প্রীতি ব্যবহার করেছেন হলুদ, গুঁড়া মরিচ ও লবঙ্গ। এ শিল্পীর ভাষ্য, আমি কফি নিয়ে কাজ করতে পছন্দ করি। এরপর আমার মাথায় এলো হলুদ, গুঁড়া মরিচের মতো প্রাণবন্ত রঙের মসলা নিয়েও তো কাজ করা যায়।
প্রীতি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যদিও তিনি এখন নিজের আঁকা চিত্রকর্ম বিক্রি করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি জানান, কাজ করতে তিনি প্রাকৃতিক উপাদান বেছে নিয়েছেন। দৈত্যাকার প্রজাপতিটি আঁকতে ব্যবহৃত কাপড় এসেছে ভারতের চেন্নাই থেকে, মসলা লেগেছে ১১ পাউন্ড। সূত্র : ইউপিআই