যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার আকাশে সন্দেহজনক বেলুন

কানাডার আকাশে নজরদারি বেলুন।
কানাডার আকাশে নজরদারি বেলুন।ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পর এবার কানাডার আকাশে দেখা গেল সন্দেহজনক নজরদারি বেলুন। আজ শুক্রবার এমনটা জানিয়েছে কানাডার কর্মকর্তারা। দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) একটি অধিক উচ্চতাসম্পন্ন নজরদারি বেলুন শনাক্ত করেছে। কানাডার জাতীয় প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে এমনটা জানিয়েছে।

কানাডার আকাশে নজরদারি বেলুন।
যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছে চীনা গোয়েন্দা বেলুন

বিবৃতিতে বলা হয়, কানাডা নিরাপদে আছে এবং নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। নোরাডের কর্মকর্তা, কানাডিয়ান বিমানবাহিনী, জাতীয় প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য অংশীদাররা পরিস্থিতি বিবেচনা ও মোকাবিলা করার চেষ্টা করছে।

কানাডার জাতীয় প্রতিরক্ষা কমান্ড জানায়, কানাডার প্রতিরক্ষা গোয়েন্দারা আমেরিকার সঙ্গে একত্রে কাজ করছে। বৈদেশিক গোয়েন্দা হুমকির মুখে কানাডার স্পর্শকাতর তথ্য সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে তারা প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গোয়েন্দা নজরদারি বেলুন শনাক্তের কয়েক ঘণ্টা পরই কানাডার আকাশে একই ঘটনার দেখা পাওয়ার কথা জানা যায়।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com