দুই বছর পর ফিরে ট্রাম্প বললেন, আই অ্যাম ব্যাক

ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প।ছবি: সংগৃহীত

দুই বছরের বেশি সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার পর তার ওপর দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞার সময় শেষে প্রথমবারের মতো ফেসবুকে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন—‘আই অ্যাম ব্যাক’ (আমি ফিরেছি)।

পোস্টের সঙ্গে ১২ সেকেন্ডের একটি ভিডিও জুড়ে দিয়েছেন তিনি। ভিডিওটি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়কার সিএনএনের। যেখানে সমর্থকদের অপেক্ষায় রাখায় জন্য তাকে ক্ষমা চাইতে শোনা যায়।

এর আগে ডোনাল্ড ট্রাম্পকে নিষেধাজ্ঞার সময় ফেসবুক বলেছিল, ট্রাম্পের আচরণ ছিল সংস্থাটির নিয়মকানুনের চরম লঙ্ঘন। যদিও ট্রাম্প দাবি করেছিলেন, ফেসবুকের এই পদক্ষেপ সেই কোটি কোটি মানুষকে অপমান করা, যারা তাকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প।
ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাচ্ছেন ট্রাম্প

ফেসবুক, ইউটিউব ছাড়াও টুইটার, স্ন্যাপচ্যাট, টোয়াইস এবং আরও কয়েকটি সামাজিক মাধ্যমেও ডোনাল্ড ট্রাম্প নিষিদ্ধ হন। এসব মাধ্যমে নিষিদ্ধ হয়ে নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সক্রিয় হন তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com