ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি ভবনের চিত্র।
ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি ভবনের চিত্র। ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন শহরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, রুশ ক্ষেপণাস্ত্রগুলো খারকিভ ও ওডেসার আবাসিক ভবনগুলো এবং অবকাঠামোগুলোতে আঘাত হেনেছে।

এদিকে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধানরা জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেশকিছু এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ওডেসার গভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেছেন, রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসার একটি বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনেছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।

ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি ভবনের চিত্র।
পুতিন কথা দিয়ে রাখেন না, তার প্রতি আস্থা নেই : জেলেনস্কি

অন্যদিকে খারকিভ অঞ্চলের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, ওডেসা শহর ও অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক ভবন লক্ষ্য করে প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এ ছাড়া ইউক্রেনীয় পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো এবং অন্যান্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com