
ইউক্রেন থেকে বেলগ্রেদ অঞ্চলের সীমান্ত দিয়ে রাশিয়ায় প্রবেশ করা ৭০ সশস্ত্র হামলাকারীকে হত্যা করেছে বলে দাবি মস্কোর। হামলাকারীরা সীমান্ত দিয়ে রাশিয়ায় প্রবেশ করলে রুশ সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। প্রায় ২৪ ঘণ্টা লড়াইয়ের পর নিজেদের ভূমি থেকে হামলাকারীদের তাড়ায় বলে দাবি রাশিয়ার।
রাশিয়া বলেছে, তারা সশস্ত্র ওই গোষ্ঠীকে গুঁড়িয়ে দিতে মঙ্গলবার জঙ্গিবিমান ও কামান মোতায়েন করেছে। কারণ, গত বছর মস্কোর ইউক্রেন অভিযান শুরুর পর থেকে এই অস্ত্রধারীরা সীমান্ত অঞ্চল দিয়ে অনুপ্রবেশ করে রাশিয়ান ভূমিতে ভয়াবহ হামলা চালিয়ে আসছে। আজ বুধবার এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
রুশ কর্তৃপক্ষ বলছে, দুই পক্ষের মধ্যে গতকাল সোমবার সংঘর্ষ চলাকালে কামান ও গোলার আঘাতে ১৩ রুশ নাগরিক আহত হয়েছেন। পরে তাদের সরিয়ে নেওয়ার সময় এক নারীর মৃত্যু হয়। এ ছাড়া কোজিঙ্কা গ্রামে আরও একজন বেসামরিক ব্যক্তি মারা গেছেন।
রাশিয়ান কর্মকর্তারা বলছেন, হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে ৯টি গ্রামের বাসিন্দারের সরিয়ে নেওয়া হয়।
বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া (আরআইএ) নভোস্তির প্রতিবেদনে বলা হয়, সর্বমোট ৭০ জনের বেশি জঙ্গি, চারটি সাঁজোয়া যান ও পাঁচটি পিকআপ শেষ করা হয়েছে। আজ বেলগ্রেদ অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান বাতিল করা হয়েছে।
নভোস্তির ওই প্রতিবেদনে হামলাকারীদের ইউক্রেনীয় নাশকতাকারী এবং তারা রেকি করতে রাশিয়ায় প্রবেশ করেছিল বলে দাবি করা হয়।