
ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোট রাশিয়াকে ধ্বংস করতে বৈশ্বিক সংঘাতের উসকানি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। খবর রয়টার্সের।
পুতিন বলেন, তারা (পশ্চিমারা) একটি স্থানীয় সংঘাতকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে চায়। বিষয়টি ঠিক এভাবেই আমরা অনুধাবন করি এবং সেই অনুযায়ী আমরা প্রতিক্রিয়া দেখিয়েছি। কেননা এ ক্ষেত্রে আমরা আমাদের দেশের অস্তিত্বের কথা বলছি।
আজ মঙ্গলবার রুশ রাজনৈতিক ও সামরিক অভিজাত ব্যক্তিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পুতিন। এ সময় রাশিয়াকে পরাজিত করা অসম্ভব বলেও দাবি করে রুশ প্রেসিডেন্ট।
দুই ঘণ্টাব্যাপী দেওয়া বক্তব্য ইউক্রেনে যুদ্ধে চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন পুতিন। তিনি বলেন, এটা করতে রাশিয়াকে বাধ্য করা হয়েছে। ইউক্রেনে যুদ্ধ করতে যেসব সেনা সদস্য প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের বেদনা বুঝতে পারেন বলেও জানান পুতিন।
পুতিন বলেন, ইউক্রেনের জনগণকে কিয়েভ ও পশ্চিমা শাসকরা জিম্মি করে রেখেছে। পশ্চিমারা কার্যত ইউক্রেনকে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক থেকে দখল করে ফেলেছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। এ বিষয়ে পুতিন বলেন, রাশিয়া ধারাবাহিকভাবে ভবিষ্যতের কাজ করে যাবে। আধুনিক ইতিহাসে পশ্চিমারা সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়া এশিয়ার দিকে ঝুঁকে।
পুতিন বলেন, রুশ সমাজকে বিভক্ত করতে পশ্চিমা প্রচেষ্টার কাছে রাশিয়া কখনোই নথি স্বীকার করবে না। ইউক্রেন যুদ্ধকে অধিকাংশ রাশান নাগরিক সমর্থন করে বলেও জানান তিনি।