
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে রাশিয়া।
আজ শুক্রবার ইউক্রেনে যুদ্ধাপরাধ এবং শিশুদের ইউক্রেন থেকে অবৈধভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে পুতিন ছাড়াও রুশ শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সেইভনা লোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি।
আইসিসির এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আমাদের দেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তের কোনো মানে নেই। এমনকি আইনি দিক থেকেও।
তিনি আরও বলেন, রাশিয়া রোম সংবিধির কোনো পক্ষ নয় এবং এর আওতায় কোনো বাধ্যবাধকতা বহন করে না।
রাশিয়া আইসিসির সদস্য দেশ নয়। অপরাধের জন্য কোনো নাগরিককে আইসিসির হাতে তুলেও দেবে না দেশটি।
গত বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই দেশটিতে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু এসব অভিযোগ বরাবরই জোরালোভাবে প্রত্যাখ্যান করে এসেছে মস্কো।