আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন শি চিনপিং
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী সপ্তাহে মস্কো সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। সেখানে তিনি ২০ থেকে ২২ মার্চ অবস্থান করবেন। খবর বিবিসির।
গত মাসে ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তি প্রস্তাব দেয় চীন। এ প্রস্তাবের পরই মস্কো সফরে যাচ্ছেন শি। তবে চীনের এ শান্তি প্রস্তাবে তেমন আগ্রহ দেখায়নি পশ্চিমারা। এমনকি রাশিয়াকে চীন অস্ত্র সরবরাহ করতে পারে এমন আশঙ্কাও করছে তারা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ‘ইউক্রেন যুদ্ধে চীন বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে এবং শান্তি আলোচনা সহজ করতে গঠনমূলক ভূমিকা পালন করবে।’
ক্রেমলিন বলছে, শির সফরকালে তারা ‘ব্যাপক অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতার’ বিষয়ে আলোচনা করবেন।
এদিকে কিছু মার্কিন সংবাদমাধ্যম বলছে, এ সফরের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলতে পারেন শি। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বিবিসি।