৭.৭ মাত্রার ভূমিকম্প, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা

৭.৭ মাত্রার ভূমিকম্প, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার অঞ্চলটির লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরই অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৩৭ কিলোমিটার।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিডব্লিউসি) এক বুলেটিনে বলেছে, প্রাথমিক প্যারামিটার অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটারে যেসব উপকূল রয়েছে, সেসব উপকূলে বিপজ্জনক সুনামির আশঙ্কা রয়েছে।

পিটিডব্লিউসি আরও জানায়, ভানুয়াতুতে ৩ মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে। এ ছাড়া ফিজি, নিউ ক্যালেডোনিয়া, কিরিবাতি, নিউজিল্যান্ড এবং অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে এর চেয়ে ছোট আকারের ঢেউ আছড়ে পড়তে পারে। এরই মধ্যে উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com