সিনান ওগানের সমর্থনে জয়ের পথ খুলল এরদোয়ানের

তুরস্কের জাতীয়তাবাদী নেতা সিনান ওগান।
তুরস্কের জাতীয়তাবাদী নেতা সিনান ওগান। ছবি : সংগৃহীত

তুরস্কে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী নেতা সিনান ওগান। তিনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। সিনান ওগানের সমর্থনের ফলে দ্বিতীয় রাউন্ডের নির্বাচনী বৈতরণী এরদোয়ান অতি সহজে পার হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আগামী ২৮ মে রোববার তুরস্কে ঐতিহাসিক রানঅফ তথা দ্বিতীয় রাউন্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে নাটকীয়ভাবে তুরস্কের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন প্রথম দফার নির্বাচনে মাত্র ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পাওয়া এটিএ জোটের নেতা সিনান ওগান।

গত ২০ বছর ধরে দাপটের সঙ্গে দেশ চালানো প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় তুরস্কের ‘ভাগ্য বিধাতা’ হয়ে ওঠেন এই সিনান ওগান।

গত শুক্রবার এরদোয়ান ও সিনানের মধ্যে এক ঘণ্টার একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুই দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো না হলেও ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির ডেপুটি চেয়ারম্যান বিন আলি ইলদিরিম বলেন, রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও সিনান ওগানের মধ্যে এতটা বৈপরিত্য নেই যে, তারা কোনো বিষয়ে একমত হতে পারবেন না।

তবে রুদ্ধদ্বার ওই বৈঠকে তারা যে একমত হয়েছিলেন, তার প্রমাণ পাওয়া গেল আজ সোমবার ওগানের ঘোষণায়। আজ আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ানকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন সিনান ওগান। এমনকি দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে এরদোয়ানকে ভোট দিতে সমর্থকদের প্রতি অনুরোধও জানান ওগান।

সংসদে এরদোয়ানের সংখ্যাগরিষ্ঠতায়ই তার প্রতি সমর্থন দেওয়ার কারণ উল্লেখ করে ওগান বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের সিদ্ধান্ত দেশ ও জাতির জন্য সঠিক সিদ্ধান্ত হবে।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com