
ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি সফরে গেছেন নরেন্দ্র মোদি। এ জন্য বিশেষভাবেই তাকে স্বাগত জানিয়েছে দেশটি। এমনকি দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে শ্রদ্ধা ভরে মোদির পা ছুঁয়েছেন।
জাপানে জি-৭ সম্মেলনে যোগদান শেষে আজ রোববার পাপুয়া নিউগিনি সফরে যান মোদি। সেখানে জেমস মারাপের সঙ্গে মোদির ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ড কো-অপারেশন ফোরামের (এফআইপিআইসি) তৃতীয় শীর্ষ সম্মেলনের আয়োজনের কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পাপুয়া নিউগিনি সাধারণত সূর্যাস্তের পর দেশটিতে সফরকারী কোনো বিদেশি সরকার বা রাষ্ট্রপ্রধানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায় না। তবে প্রধানমন্ত্রী মোদির ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে। তিনি স্থানীয় সময় রাত ১০টার পর দেশটিতে পৌঁছালেও তাকে স্বাগত জানিয়েছেন সরকারপ্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
মোদিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাপুয়া নিউগিনির পশ্চিম নিউ ব্রিটেন প্রদেশের গভর্নর সাসিন্দ্রান মুথুভেলও। তিনি বলেন, ‘মোদির প্রতি গভীর শ্রদ্ধা থেকেই তার পা স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী জেমস মারাপে।’
পাপুয়া নিউগিনি পৌঁছে এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘বিমানবন্দরে এসে আমাকে স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী জেমস মারাপের প্রতি কৃতজ্ঞতা। তার এ বিশেষ সৌজন্যতা আমি সবসময় মনে রাখব। আমার সফরকালে মহান এই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করব।’
বিমানবন্দরে প্রধানমন্ত্রী জেমস মারাপের বিশেষ সৌজন্যতা ছাড়াও প্রধানমন্ত্রী মোদির সম্মানে ১৯ বার তোপধ্বনি, গার্ড অব অনার দেওয়া হয় বলেও জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।