উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, মেয়েকে নিয়ে তদারকিতে কিম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকাল বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের বিমানবন্দর থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান সামরিক মহড়ার কড়া প্রতিক্রিয়া হিসেবে এটি উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

আজ শুক্রবার উত্তরের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট কিম জং উন তার মেয়েকে সঙ্গে নিয়ে এ উৎক্ষেপণ কাজের তদারকি করছেন।

বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ংয়ের বিমানবন্দর থেকে হোয়াসং-১৭ আইসিবিএম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। সমুদ্রে পড়ার আগে মাত্র ৬৯ মিনিটে এটি এক হাজার কিলোমিটার ভ্রমণ করেছে। এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে প্রতিবেশী কোনো দেশের প্রতি হুমকি তৈরি হয়নি বলেও দাবি করা হয়েছে কেসিএনএর প্রতিবেদনে।

এর আগে গত সোমবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘ফ্রিডম শিল্ড ২৩’ নামে ১১ দিনের একটি যৌথ মহড়া শুরু করে। ২০১৭ সালের পর এ ধরনের মহড়া আর দেখা যায়নি। এ মহড়ার জবাবেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।

এ মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন কিম। তিনি বলেন, ‘উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের জবাব পারমাণবিক অস্ত্র দিয়েই দেবে।’ একইসঙ্গে পারমাণবিক যুদ্ধ ঠেকাতে যা করা প্রয়োজন, তা করার আহ্বানও জানান তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com