
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের লাহোরের জামান পার্কের বাসভবন থেকে অ্যাসল্ট রাইফেল ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ছাড়া অভিযানে পিটিআইয়ের ৬০ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আজ শনিবার আলোচিত তোশাখানা মামলার শুনানিতে হাজিরা দিতে ইমরান লাহোর থেকে ইসলামাবাদে গেলে এ অভিযান চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ।
পিটিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, জামান পার্কের ভেতরে পুলিশ পিটিআইয়ের নেতাকর্মীদের পেটাচ্ছে।
দলটি বলছে, ঘটনাটি ইমরানের বাসভবনের ভেতরে। আরেক কর্মীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, জামান পার্কের বাসভবনের সামনের ফটকের পাশের দেয়াল এক্সকেভেটর দিয়ে ভাঙা হচ্ছে। এরপর ফটক দিয়ে পুলিশের সদস্যরা ভেতরে প্রবেশ করেন।
এ অভিযানের পর পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার বলেন, ইমরানের জামান পার্কের বাসভবনে অভিযান সম্পন্ন করেছে পুলিশ। এ সময় তারা একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ও বেশ কিছু গুলি উদ্ধার করেছে।
পরবর্তীতে তিনি আরও জানান, পাঁচটি কালাশনিকভ রাইফেলও উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্রের লাইসেন্স আছে কিনা যাচাই করা হচ্ছে।
আইজিপি বলেন, ইমরানের বাড়িতে অভিযান চালাতে বাধা দেওয়ার জন্য কনটেইনার বসানো হয়েছিল। এগুলো এখন সরিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশ জলকামান, দাঙ্গা পুলিশ, প্রিজন ভ্যান ব্যবহার করেছে। ৬০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে। এ সময় ইমরানের বাড়ির বাইরে বানানো বিভিন্ন অস্থায়ী শিবির উচ্ছেদ করা হয়েছে।
এরআগেইমরানকেগ্রেপ্তারকরতেজামানপার্কেরবাসভবনেগেলেপিটিআইনেতাকর্মীদেরসঙ্গেতুমুলসংঘর্ষেবাধেপুলিশের।এতেদুপক্ষেরইবেশকয়েকজনকরেআহতহয়।এঘটনায়পুলিশেরওপরহামলারতদন্তেরঅংশহিসেবেআইজিপিউসমানআনোয়ারজামানপার্কেতল্লাশিরঅনুরোধজানালেতামঞ্জুরকরেনলাহোরহাইকোর্ট।