আকস্মিক সফরে সৌদি আরবে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ছবি : সংগৃহীত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক সফরে সৌদি আরব গেছেন। এ বছর আরব লীগের একটি শীর্ষ সম্মেলন আয়োজন করেছে সৌদি আরব। এর মধ্যেই জেলেনস্কি দেশটি সফর করছেন বলে জানিয়েছে আলজাজিরা।

আজ শুক্রবার এক টুইটবার্তায় জেলেনস্কি লেখেন, দ্বিপক্ষীয় সম্পর্ক ও আরব বিশ্বের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক জোরদার করতে প্রথমবারের মতো সৌদি আরব সফর শুরু করেছি।

সৌদি আরবের সঙ্গে ক্রিমিয়া ও সাময়িক অধিকৃত অঞ্চলের রাজবন্দি, ইউক্রেনীয় জনগণের প্রত্যাবর্তন, শান্তি ‍চুক্তি ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন জেলেনস্কি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com