পিটিআইয়ে ভাঙনের সুর, নেতাদের পদত্যাগের হিড়িক

পিটিআইপ্রধান ইমরান খান।
পিটিআইপ্রধান ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। সবশেষ আজ বৃহস্পতিবার ইমরানের সাবেক উপদেষ্টা মালিক আমিন আসলাম পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

গত ৯ মার্চ পিটিআইপ্রধান ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে সহিংস বিক্ষোভে জড়িত ব্যক্তিদের সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে—উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এমন সিদ্ধান্তেরে পর দল ছাড়ছেন নেতারা।

আজ পাকিস্তানের জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পিটিআই নেতা মালিক আমিন আসলাম জানান, পিটিআই এজেন্ডা বাস্তবায়ন করছে এবং সেটি গত ৯ মে বিক্ষোভের সময় প্রকাশিত হয়ে পড়ে।

তিনি বলেন, ‘৯ তারিখের ঘটনা আমাকে হতবাক করেছে। এ দিন নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে নিয়েছে। যেখানেই বিক্ষোভ হয়েছে সেখানেই লক্ষ্য ছিল সামরিক স্থাপনা।’

সামরিক ও সরকারি প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের অভিযোগ তুলে এর আগের দিন বুধবার পিটিআই নেতা আমির মাহমুদ কিয়ানি ও সঞ্জয় গাংওয়ানি দল থেকে পদত্যাগ করেন। তাদের আগে পিটিআইর সংসদ সদস্য মাহমুদ বাকি মৌলভিও একই কারণ দেখিয়ে দল ছাড়েন।

জিও নিউজ বলছে, আল কাদির ট্রাস্ট মামলায় গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন সংস্থা এনএবি। এরপরই ইমরানের গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তিন দিনের এই বিক্ষোভে প্রাণ হারান অন্তত ১০ জন।

এরপরই সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের সভাপতিত্বে এক বিশেষ কর্পস কমান্ডার সম্মেলনে সামরিক স্থাপনা ও সরকারি সম্পত্তিতে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সেনা আইন ও দাপ্তরিক গোপনীয়তা আইনে বিচারের মুখোমুখি করার কথা জানানো হয়। সেনাবাহিনীর এমন সিদ্ধান্তে এনএসসি সমর্থন দিলে দল ছাড়তে শুরু করেন পিটিআই নেতারা।

তবে পিটিআই নেতা বাবর আওয়ান বলছেন, যারা দল ছাড়ছেন তাদের জায়গায় তরুণ নেতাদের নিয়ে আসা হবে। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘এই কঠিন সময়ে পিটিআইয়ে শত শত সাহসী তরুণ নেতার আবির্ভাব হয়েছে।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com