কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

ফের পরোয়ানা জারি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হতে পারেন ইমরান

ফের পরোয়ানা জারি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হতে পারেন ইমরান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করতে তার লাহোরের বাসভবন জামান পার্কে যাবে ইসলামাবাদ পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সেখানে যাবে বলে সোমবার একটি সূত্র জানায়। এর আগে তোশাখানার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

ইসলামাবাদের এক নারী বিচারককে হুমকির মামলায় তার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই পদক্ষেপের কথা জানায় ওই সূত্র। গত বছরের এপ্রিলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত ইমরান খানকে গ্রেপ্তারে মরিয়া পুলিশের একটি দল গতকালই ইসলামাবাদ থেকে হেলিকপ্টারে লাহোরে যায়।

ওই সূত্রটি স্থানীয় জিও নিউজকে বলেছে, গতকাল ইসলামাবাদ ও লাহোরের পুলিশ কর্মকর্তাদের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। তার পরই ইমরান খানকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী দ্বিতীয়বার লাহোরে আসে।

সূত্রটি জানায়, বৈঠকে অংশগ্রহণকারীরা সিদ্ধান্ত নেন, ইসলামাবাদ পুলিশকে পূর্ণ সহায়তা দেবে প্রাদেশিক পুলিশ এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই যেন তারা ইমরানের বাসভবনে প্রবেশ করতে পারে, সে ব্যবস্থা করবে প্রাদেশিক পুলিশ।

সূত্রটি জানায়, জামান পার্কে যাওয়ার আগে ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে কথা বলবে ইসলামাবাদ পুলিশ।

Link a Story

ক্ষমতায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী ইমরান খান

এর আগে গত বছরের ২০ আগস্ট দেশটির এফ-৯ পার্কে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে আদালতের বিচারক জেবা চৌধুরী ও পুলিশকে হুমকি দেওয়ায় ইমরানের বিরুদ্ধে মামলা হয়। মামলায় বিচারক ও পুলিশ কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ করা হয়।

গতকাল সকালে দেশটির দেওয়ানি আদালতের বিচারক রানা মুজাহিদ রহিম অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার তিন পৃষ্ঠার রায় প্রকাশ করেন। আদালতের নির্দেশের পরও শুনানিতে উপস্থিত না হওয়ায় ইমরান খানের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।

Link a Story

হ্যাঁ, আমি প্লেবয় ছিলাম : ইমরান খান

বিচারক ইমরান খানের সশরীরে আদালতে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করেন এবং আগামী ২৯ মার্চের মধ্যে তাকে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন।

এর আগে মামলার শুনানিতে না এসে সশরীরে উপস্থিতি হওয়া থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। পাশাপাশি ভিডিও লিঙ্কের মাধ্যমে ভার্চুয়ালি আদালতের শুনানিতে অংশগ্রহণের অনুমতি চান।

আদালতের শুনানির সময় ইমরানের আইনজীবী ইনতেজার হায়দার পানজুথা বলেন, নিরাপত্তা হুমকি থাকায় ৭১ বছর বয়সী ইমরানের ইসলামাবাদে যাওয়া নিরাপদ নয়।

ভার্চুয়ালি আদালতে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান পিটিশন দাখিল করেছেন বলেও আইজীবী আদালতকে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

আত্রাই নদী এখন মরা খালে পরিণত, দুশ্চিন্তায় কৃষক-জেলেরা

শীর্ষে ফেরা কঠিন মোস্তাফিজের

রেখা ট্র্যাজেডি হার মানাবে হৃদয়বিদারক সিনেমাকেও

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন / ডিপজলকে নিয়ে ভয় কাজ করছে না : নিপুন

শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার যা হলো

ইরানে ইসরায়েলের হামলা পর বেড়েছে জ্বালানি তেলের দাম

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন / মাইকে ডেকেও ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না

১০

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন (২০২৪-২৬) / সবাই যেন নির্বিঘ্নে ভোট দেয় : কলি

১১

মারা গেছেন জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস 

১২

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

১৩

আরও ভয়ংকর যুদ্ধে মেতে উঠবে ইরান-ইসরায়েল?

১৪

বাংলাদেশে আশ্রয় নিল মিয়ানমার বিজিপির আরও ১৩ সদস্য

১৫

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন / পুরোটাই একটা নোংরামি মনে হচ্ছে: রুবেল

১৬

বিএনপির বিরুদ্ধে করা মামলা রাজনৈতিক নয় : প্রধানমন্ত্রী

১৭

জিতেও শেষ ক্লপের ইউরোপীয় অধ্যায়

১৮

ইসরায়েলের বিরোধিতা করায় গুগলের ২৮ কর্মী ছাঁটাই

১৯

ইরানে বিমান চলাচল স্বাভাবিক

২০
*/ ?>
X