
শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিংহ। একই সঙ্গে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র। বুধবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এদিকে দেশব্যাপী কারফিউ আরোপের পর থেকে অপ্রতিরোধ্য অবস্থান গড়ে তুলেছে বিক্ষোভকারীরা। এদিন দুপুরে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আন্দোলন করেন তারা। এসময় পুলিশি বাধার সম্মুখীন হন আন্দোলনকারীরা।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিরাগা পেরেরা নামে একজন বিক্ষোভকারী বলেন, ‘আমাদের দেশ চরম অর্থনৈতিক সংকটের মুখে রয়েছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন দমাতে টিয়ার গ্যাস ছোঁড়া হচ্ছে এবং আমাদের জড়ো হওয়া স্থানের উপর দিয়ে সশস্ত্র হেলিকপ্টার চালানো হচ্ছে। তবে এসবের মধ্য দিয়ে আমাদের দমাতে পারবে না।’
তিনি বলেন, এই আন্দোলন থামবে না। এ দেশের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।