
বিশ্বের ১১টি দেশে প্রায় ৮০ জনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এছাড়া এই রোগে আক্রান্ত, সন্দেহভাজন এমন আরও ৫০ জন রোগীকে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় ডব্লিউএইচও। সংস্থাটি গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।
সর্বপ্রথম মধ্য ও পশ্চিম আফ্রিকায় মাঙ্কিপক্স শনাক্ত হলেও এখন তা ইউরোপে ও উত্তর আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয় যুক্তরাজ্যে। এরপর ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রেলিয়ায় মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এ ছাড়া উত্তর আমেরিকার দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডাতেও এটি ছড়িয়ে পড়েছে।
বিবিসি জানিয়েছে- এখনো পর্যন্ত মাঙ্কিপক্সের জন্য কোন নির্দিষ্ট ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়নি। বাজারে প্রচলিত গুটিবসন্তের টিকা এই রোগের বিরুদ্ধে ৮৫ শতাংশ পর্যন্ত কার্যকর। কারণ দুটি ভাইরাস বেশ একই রকম।