
আকস্মিক বন্যার কারণে ভারতের হিমাচল প্রদেশের লাহৌল এবং স্পিতি জেলায় আটকে পড়া অন্তত ১০৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই পর্যটক।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রোববার (৩১ জুলাই) পর্যটকদের উদ্ধার করা হয়।
বন্যার কারণে সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মিয়ার উপত্যকায় আটকে পড়েছিলেন রাজ্যের মন্ত্রী রাম লাল মার্কন্ডাও।
পুলিশ সুপার মানব ভার্মা বলেন, আটকে পড়া সব ব্যক্তিদের দুপুর দেড়টার মধ্যে উদ্ধার করা হয়েছে। তারা সবাই এখন নিরাপদে রয়েছেন। তাদের পর্যাপ্ত খাবার সরবরাহ করা হয়েছে।