
ক্যারিবীয় অঞ্চলের দেশ কিউবায় বজ্রপাতের কারণে একটি বিশাল অপরিশোধিত তেল সংরক্ষণাগার ট্যাঙ্কে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় কিউবার মাতানজাসে এ ঘটনা ঘটে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল টুইট করে জানান, শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার নজরদারি চালাচ্ছে। ইতিমধ্যেই কিউবা অয়েল ইউনিয়নের কর্তৃপক্ষ গোটা বিষয়টি পর্যলোচনা করছে। আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীদের মোতায়েন করা হয়েছে।
কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডে কারও মৃত্যু হয়নি। দেশটির জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় টুইট করে জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত কোনো মানুষের ক্ষতি বা সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি।
এ দুর্ঘটনা এমন একটি সময়ে ঘটলো যখন কিউবা ব্যাপক জ্বালানি সংকটে ভুগছে।