
নিউজিল্যান্ড ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। আজ সোমবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
জাসিন্ডা জানিয়েছেন, ইউক্রেনীয় সেনাদের এল১১৯ লাইট ফিল্ড গানস প্রশিক্ষণ দেওয়া হবে। এ জন্য দেশটির প্রতিরক্ষা বাহিনীর ৩০ জন সদস্যকে প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানান, ইউক্রেনের অনুরোধে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। যুদ্ধে বিবদমান দুই দেশের বাইরে তৃতীয় রাষ্ট্র যুক্তরাজ্যে হবে এই প্রশিক্ষণ।
নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর প্রধান এয়ার মার্শাল কেভিন শর্ট জানিয়েছেন, প্রতিটি প্রশিক্ষণ সেশনে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগতে পারে।
উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকেই কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও ইউরোপের দেশগুলো। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনে অস্ত্র সরবরাহও করেছে নিউজিল্যান্ড।