গণস্বাস্থ্যে রাতের শিফটে অল্প খরচে ডায়ালাইসিস

গণস্বাস্থ্য নগর হাসপাতাল।
গণস্বাস্থ্য নগর হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে আগামী রোববার থেকে অল্প খরচে চতুর্থ শিফট (রাত ৮ টা ৩০ মিনিট) ও  পঞ্চম শিফট (রাত ২টায়) রোগীদের জন্য প্রতি সেশনে নূন্যতম এক হাজার টাকায় ডায়ালাইসিস চালু করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো গণস্বাস্থ্য কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে বিপর্যস্ত ডায়ালাইসিস ব্যবস্থা। গত কয়েকদিন মিডিয়ায় চট্টগ্রাম ও ঢাকায় রোগীদের কান্নাকাটি একটা অসহনীয় পরিস্থিতি প্রকাশিত হয়েছে। এ অবস্থায় গণস্বাস্থ্যের ধানমন্ডির নগর হাসপাতালে ডায়ালাইসিস সেন্টারে রোগীদের রাতে অল্প খরচে ৪র্থ ও ৫ম শিফটে ডায়ালাইসিস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য রোগীর প্রতি সেশনে শুধু ডায়ালাইসিসের জন্য এক হাজার টাকা খরচ পড়বে। ডায়লাইসিসের বাইরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে। প্রতি রাতে একশ রোগীকে এ সুবিধা দেওয়া যাবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com