কারামুক্ত মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি।
চিত্রনায়িকা মাহিয়া মাহি।ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা মাহিয়া মাহি কারামুক্ত হয়েছেন। দুই মামলায় জামিন লাভের পর আজ শনিবার রাত ৮টার দিকে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি।

জামিনের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ ও ব্যবসায়ীর করা দুই মামলায় জামিন পেয়েছেন মাহিয়া মাহি।

এর আগে শনিবার দুপুরে গাজীপুর আদালতে মাহিয়া মাহির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর এলাকা থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার পলাতক।

ফেসবুক লাইভে গিয়ে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার এসআই মোহাম্মদ রোকন মিয়া গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ মামলা করেন। একই দিনে তাদের আসামি করে গাজীপুরের এক ব্যবসায়ী আরেকটি মামলা করেন।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com