
জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। যাকে সবাই ফোক সম্রাজ্ঞী বলে থাকে। বলবেই না কেন, ফোক গান গেয়ে দেশজুড়ে অসংখ্য ভক্তের মন জয় করেছেন তিনি। গত চার দশকে মমতাজ ৭০০-এর অধিক গান রেকর্ড করেছেন। যার অধিকাংশই দর্শকপ্রিয়।
ভক্তদের মনে বাস করা এই ফোক সম্রাজ্ঞীর পরিচয় এখানেই শেষ নয়। বর্তমানে তিনি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য। একদিকে সঙ্গীত অন্য দিকে রাজনীতি, দুটোতেই দাপুটে প্রভাব রয়েছে তার। তবে সবার মনে প্রশ্ন আসতেই পারে কোন পরিচয় তার পছন্দের।
সম্প্রতি এক সাক্ষাতকারে এই বিষয় খোলাসা করেছেন মমতাজ। যেখানে রাজনীতিকে বেছে না নিয়ে সঙ্গীতের কথা বলেন তিনি। এছাড়াও নিজেকে শিল্পী পরিচয় দিতে বেশি পছন্দ করেন বলেও জানান এই কণ্ঠশিল্পী।