
‘বেবি ডল’ গান গেয়ে সবার নজর কেড়েছিল কনিকা কাপুর। এরপর থেকেই যেন জনপ্রিয়তার কমতি নেই। ভক্তদের দিয়েছেন একের পর এক চমক। আবারও চমক দিলেন বলিউডের জনপ্রিয় এই গায়িকা। তবে এবার নতুন কোনো গান না।
দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন কনিকা। শুক্রবার (২০ মে) ধুমধাম আয়োজনে বিয়ে করেছেন তিনি। গৌতম হাতিরামানি নামে লন্ডনের এক ব্যবসায়ীকে বিয়ে করলেন তিনি।
বিয়ের অনুষ্ঠান লন্ডনে হয়েছে। এজন্য হয়তো তারকার মেলা দেখা যায়নি। তবে দেশে আরেকটি অনুষ্ঠান করার কথা ভাবছেন গায়িকা। এর আগে ১৯৯৮ সালে প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দক-কে বিয়ে করেছিলেন তিনি। ১৪ বছর সংসার করার পর তাদের ঘর ভেঙে যায়।