
মাঝেমধ্যেই টুইটারে এসে অল্প কিছুক্ষণের জন্যে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন বলিউড তারকা শাহরুখ খান। তার এই প্রশ্নোত্তর পর্বের নাম ‘আস্ক মি এনিথিং’। যদিও এই পর্ব খুব একটা দীর্ঘ হয় না। ‘পাঠান’ সিনেমা মুক্তির আগে তেমনি এক অনলাইন প্রশ্নোত্তর পর্বে হাজির হন শাহরুখ খান।
অনলাইন প্রশ্নোত্তর পর্বে শাহরুখ খানের কাছে পাঠান সিনেমার দুটি টিকিট চেয়ে বসলেন তার এক ভক্ত। তাও আবার বিনামূল্যে। টিকিটপ্রত্যাশী ওই ব্যক্তি লিখেছেন, ‘টিকিট বুকিং অ্যাপ কাজ করছে না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চাই। আমায় দুটি টিকিট দিন না।’
এর উত্তরে শাহরুখ খান বলেছেন, ‘বুকিং অ্যাপ ক্র্যাশ করুক বা না করুক, টিকিট যে নিজেকেই কিনতে হবে!’
এর আগেও ‘পাঠান’ বিষয়ে নানা প্রশ্নের উত্তর খুব রসিকতা করেই দিয়েছেন বলিউড তারকা শাহরুখ। যেমন একজন তাকে প্রশ্ন করেছিলেন, ‘পাঠান করতে কত পারিশ্রমিক নিয়েছেন?’ উত্তরে শাহরুখ বলেছিলেন, ‘কেন? আপনার পরের ছবিতে আমায় নেওয়ার কথা ভাবছেন?’
উল্লেখ্য, শাহরুখ-দীপিকা অভিনীত পাঠান সিনেমটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি। ইতোমধ্যেই সিনেমাটি বেশ আলোচিত ও সমালোচিত হয়েছে।
সূত্র : আনন্দবাজার