বঙ্গবন্ধু টানেল নিয়ে গান গাইলেন পুলিশ কর্মকর্তা মোজাহেদ হাসান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীন হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর পাশাপাশিই চালিয়ে যান সংগীতচর্চা। এর আগে গান লিখেছিলেন পদ্মা সেতু নিয়ে। এবার লিখলেন বঙ্গবন্ধু টানেল নিয়ে।
বঙ্গবন্ধু টানেল নিয়ে ‘কর্ণফুলী টানেল’ শিরোনামে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা এই গানে সুর করে কণ্ঠ দিয়েছেন মোজাহেদ নিজেই। টানেল নিয়ে গানের পরিকল্পনার বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘পুলিশে কাজ করি। কাজের প্রয়োজনে একবার টানেল দেখতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এতবড় কর্মযজ্ঞ দেখে আমার মাথায় গান লেখার আইডিয়া আসে। আঞ্চলিক ভাষায় গানটি লিখেছি কারণ—চট্টগ্রামের ভাষার একটি ঐতিহ্য রয়েছে। টানেলও আমাদের কাছে ঐতিহ্যবাহী স্থাপনা। তাই চট্টগ্রামের ভাষায় গানটি উপস্থাপন করেছি’।
এর আগে পদ্মা সেতু নিয়ে লেখা তার ‘এগিয়ে যাও বাংলাদেশ’ শিরোনামে গানটির সুর করেছেন মুশফিক লিটু। নিজের ‘মোজো ম্যালোডি’ নামে ইউটিউব চ্যানেলে সেটি প্রকাশ কারা হয়। এ ছাড়া উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিতে ‘ওরে ও সুন্দরী হডে তোঁয়ার বাড়ি’ শিরোনামে গানটিও তার লেখা।
মন্তব্য করুন