অবশেষে মুক্তি পেলেন পুষ্পাখ্যাত তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে হায়দারাবাদের চঞ্চলগুড়া কারাগার থেকে বের হন তিনি। জামিন পেয়েও জেলেই রাত কাটাতে হয় এ অভিনেতাকে। শুক্রবার (১৩ ডিসেম্বর) তেলেঙ্গানা হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে হায়দারাবাদের জুবিলি হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। সেখান থেকে তাকে নেওয়া হয় চিকড়পল্লী থানায়। এরপর নামপল্লী আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আল্লু অর্জুনের আইনজীবী হাইকোর্টের দ্বারস্থ হলে তেলেঙ্গানা হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সময় মতো রিলিজ অর্ডার জেলে না পৌঁছানোর কারণে শুক্রবার চঞ্চলগুড়া জেলেই কাটাতে হয় আল্লু অর্জুনকে। ছেলেকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। তাদের সঙ্গে জুবিলি হিলসের বাড়িতে ফিরেন অভিনেতা।
গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের সন্ধ্যা সিনেমা হলে পুষ্পা ২ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় সিনেমা হলের মালিক, অভিনেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। এর আগে সন্ধ্যা থিয়েটারের মালিকসহ আরও দুজন গ্রেপ্তার হয়েছেন। যদিও নারীর মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুন তার সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। ‘পুষ্পা টু’ সিনেমার নায়িকা রাশমিকা মান্দানাও গভীর শোক প্রকাশ করেছিলেন। আল্লু অর্জুন মৃতের পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সাহায্য প্রদানের ঘোষণাও দেন। কিন্তু মৃত্যুর ৮ দিনের মাথায় গ্রেপ্তার হন আল্লু অর্জুন।
তার এ গ্রেপ্তার নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ ঘটনায় আল্লুকে কেন গ্রেপ্তার হতে হবে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা। আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন, পুরো ঘটনাটি সিনেমার প্রমোশন কৌশল কিনা! কারণ হিসেবে তারা দেখিয়েছেন, গ্রেপ্তারের সময় আল্লুকে শান্তই মনে হচ্ছিল, যেন তিনি আগেই জানতেন সবকিছু। সে সময় তার গায়ে ছিলো ‘পুষ্পা ২’ সিনেমার সংলাপ লেখা সাদা হুডি। তাদের দাবি, ‘পুষ্পা ২’-এর হাইপ বাড়াতে এমন কৌশল হাতে নিয়েছে পিআর টিম। ইতোমধ্যে সিনেমাটি হাজার কোটি রুপি ব্যবসা করেছে। আল্লুর গ্রেপ্তারের ঘটনার পর ‘পুষ্পা ২’-এর হাইপ আরও বাড়বে বলে মনে করেন অনেকে। পেরিয়ে যেতে পারে দুই হাজার কোটির মাইলফলক।
মন্তব্য করুন