
ইউটিউবে প্রকাশ পেয়েছে এক প্রবাসীর বিয়ের গল্প নিয়ে নতুন নাটক ‘প্রবাসী পাত্র’। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় স্কাইভিউ ফিল্মের ব্যানারে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন মীরাক্কেলখ্যাত জনপ্রিয় অভিনয়শিল্পী জামিল হোসাইন, তার সঙ্গে জুটি বেঁধেছেন ইমু সিকদার।
‘প্রবাসী পাত্র’ নাটকটি প্রকাশের পর এর গল্প ও নির্মাণের জন্য বেশ আলোচনায় এসেছে। ফেরারী ফরহাদের রচনায় ‘প্রবাসী পাত্র’ নাটকে জামিল হোসাইন ও ইমু সিকদার ছাড়া আরও অভিনয় করেছেন পামির আহমেদ, সৈয়দ শিপুল, ফাতেমা হিরা, তাহসিন রবিন ও জারা ইসলাম প্রমুখ।
নাটকটি নিয়ে জিয়াউদ্দিন আলম বলেন, ‘আমি এর আগে প্রবাসীদের নিয়ে একটি নাটক নির্মাণ করেছি। তবে ‘প্রবাসী পাত্র’ একজন প্রবাসীর দেশে আসার পরে বিয়ে নিয়ে যে সমস্যাগুলো হয় সেটা তুলে ধরার চেষ্টা করেছি। নাটকটি নিয়ে আমার অনেক প্রত্যাশা।’
অভিনেতা জামিল বলেন, ‘জিয়া ভাই সবসময় ভালো কাজ করেন। তার সাথে এটা আমার দ্বিতীয় কাজ। আমি অনেক আনন্দ নিয়ে শুটিং করেছি। এ নাটকের গল্পই আসল নায়ক। এখন পর্যন্ত ভালো রেসপন্স পাচ্ছি।’