
প্রেম তো অনেকেই করে। কিন্তু প্রেমের জন্য কী করেছেন। হয়তো অনেকেই অনেক কিছু করেছে। তবে ছুরির আঘাত খেয়েছে এমন সংখ্যা কমই হবে। জনপ্রিয় অভিনেতা আফরান নিশো তার প্রেমের সম্পর্কের কারণে ছুরির আঘাত খেয়েছেন। ভাবছেন সিনেমার কথা বলছি, না বাস্তবেই তিনি ছুরি খেয়েছেন।
নিশো একজন অভিনেতার পাশাপাশি প্রেমিক হিসেবে পরিচিত। টানা ১৫ বছর তিনি একজনের সঙ্গেই প্রেম করেছেন। যাকে পরে বিয়েও করেছেন। তার এই দীর্ঘ প্রেম জীবনে ছুরিও খেতে হয়েছে। সম্প্রতি তিনি তার ব্যক্তি জীবন নিয়ে কিছু কথা ভাগ করেছেন ভক্তদের সঙ্গে। সেখানেই উঠে আসে এমন কথা।
ঘটনাটি ঘটে ২০০৪ সালে। ধানমন্ডি ৮ নম্বরে রাতের কোনো এক সময়ে রিকশা নিয়ে যাচ্ছিলেন নিশো। এমন সময় হঠাৎ দুই পাশ থেকে ছয় থেকে সাতজন যুবক তাকে ঘিরে ধরে। এরপর শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে নিশোকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।