
চমক নিয়ে এলেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। অনেকদিন পর ন্যান্সির সঙ্গে জুটি বেঁধে গান নিয়ে এলেন তিনি। ফলে অপেক্ষার অবসান ঘটলো শ্রোতাদের।
‘বন্ধুরে’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই যুগলবন্দি। সুহৃদ সুফিয়ানের কথায় সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। হাবিবের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়।