
যতই দিন যাচ্ছে আমির খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।
অদ্বৈত চন্দনের পরিচালনায় ছবিতে আমিরের সঙ্গে জুটি বেঁধেছেন করিনা কাপুর খান। আরও দেখা যাবে নাগা চৈতন্য, মানব ভিজ, কামিনী কৌশল ছাড়াও আরও অনেককে।
বলিউডহাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, ১১ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সিনেমাটি প্রথমে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে বক্সঅফিসের সাফল্য নিয়ে আশাবাদী সিনেমার মুখ্য অভিনেতা তথা প্রযোজক আমির খান।
সে কারণে শিগগিরই ‘লাল সিং চাড্ডা’র ওটিটি স্ট্রিমিংয়ের কোনো সম্ভাবনা নেই। হলে মুক্তির ৬ মাস পর শুরু হবে ছবির স্ট্রিমিং।
অদ্বৈত চন্দনের পরিচালনায় ছবিতে আমিরের সঙ্গে জুটি বেঁধেছেন করিনা কাপুর খান। আরও দেখা যাবে নাগা চৈতন্য, মানব ভিজ, কামিনী কৌশল ছাড়াও আরও অনেককে।
লাল সিং চাড্ডার শ্যুটিং শুরু হয় ২০১৮ সালে। তবে করোনা সংক্রমণের জন্য ২০২০ সাল থেকে বন্ধ ছিল শ্যুটিং। ২০২১ সালে শেষ হয় ছবির শ্যুটিং।