
বড় পর্দায় এখন নিয়মিত দেখা না গেলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি বাংলাদেশি চিত্রনায়িকা পূর্ণিমার। এক দশক আগেও ঢাকাই সিনেমার নায়কদের সঙ্গে জুটি বাঁধতে দেখা যেত তাকে।
বড় পর্দায় দেখা না গেলেও পূর্ণিমা নিয়মিত ছিলেন উপস্থাপনায়। তবে মনটা বাঁধা পড়েছিল অভিনয়েই। সেই ধারাবাহিকতায় এবার একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।
গতকাল রোববার নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এর শুটিং শেষ করেছেন পূর্ণিমা। ক্যারিয়ারে এবারই প্রথম ওয়েব সিরিজে কাজ করলেন এই অভিনেত্রী। এতে তাকে দেখা যাবে পুলিশ চরিত্রে। পূর্ণিমা বলেন, ‘এতে আমি অতিথি চরিত্রে অভিনয় করেছি, পুলিশ চরিত্র।’
কাজল আরেফিন অমির এই ওয়েব সিরিজটি ক্রাইম থ্রিলার গল্পে নির্মিত। পূর্ণিমার বিষয়ে অমি বলেন, ‘গল্পটা যখন তাকে (পূর্ণিমা) বলি, উনি শুনেই কনফিডেন্টলি গ্রহণ করলেন এবং আমাকে অনুপ্রাণিত করেন।’
পরিবার ও মেয়ের স্কুল সামলানোর পাশাপাশি শুটিং করছেন অভিনেত্রী পূর্ণিমা। তাই সব ধরনের সিনেমার কাজ না করে বেছে বেছে কাজ করছেন তিনি।