গোয়েন্দা কার্যালয়ে শাকিব খান

চিত্রনায়ক শাকিব খান।
চিত্রনায়ক শাকিব খান।পুরোনো ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে। আজ রোববার বিকেল ৩টার পর গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, শাকিব খান তার কোনো সমস্যার বিষয়ে কথা বলতে গোয়েন্দা কার্যালয়ে এসেছেন। গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com